সিলেট জেলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণের অংশ হিসেবে দলের জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের নেতৃত্বে সোমবার বন্যাকবলিত সিলেট সদর ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবগত রয়েছেন। সিলেটের দুর্দশাগ্রস্ত মানুষের অবস্থা সরেজমিনে দেখার জন্য আসছেন মঙ্গলবার। ইতোমধ্যে সিলেটের বন্যার্তদের সহায়তার জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বরাদ্দ করেছেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, কোষাধ্যক্ষ শমশের জামাল, আইন সম্পাদক অ্যাডভোকেট মো আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ শাহীন, উপদপ্তর সম্পাদক মো মজির উদ্দিন, সদস্য জাকির হোসেন, মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, নিজাম উদ্দিন, শাহিদুর রহমান চৌধুরী, বাঘা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply