আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে সিলেট সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে মহানগরীর বন্দরবাজার ব্রাহ্ম মন্দিরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন চন্দ্র ঘোষ। সভাপতিত্ব করেন নিলেন্দু ভূষণ দে অনুপ। রাজু গোয়ালার পরিচালনায় বক্তব্য রাখেন লিটন পাল, বীরেশ দেবনাথ দেবু, ডা জীবন কৃষ্ণ গোস্বামী, ধীরেন্দ্র ধর, জ্যোতিষ দত্ত, যতিন চন্দ্র দাস মানব, কানাই বিশ্বাস, নান্টু সিং, মনোরঞ্জন বিশ্বাস, জীতেন সবর, অরুণ মাল, মিলন ওরাও, অরুণ দেবনাথ, বাদল সিংহ, গোবিন্দ লাল দে টুটুল, দিলীপ রঞ্জন কর্মী, মিন্টু দাস, কল্প কালোয়ার প্রমুখ।
Leave a Reply