সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালেপুর প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৯-২০ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ছালেপুর গ্রামের একটি মাঠে স্থানীয় যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাদিমনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন, আফতাব উদ্দিন। মোজাম্মেল হক ও ফয়সল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, হেলাল উদ্দিন, এম এ গনি, প্রবাসী চাঁন মিয়া, সুমন আহমদ ও রফিক মিয়া।
উদ্বোধনী দিনে এ এম ফাইটার্স ও জে জে রাইডার্সের মধ্যকার প্রথম খেলাটি ১১৯ রানে এসে ড্র হয়। অপর ম্যাচে এম এফ এস রাইডার্স ২৫ রানে কিংস ইলেভেনের কাছে পরজিত হয়।
খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন, সাগর আহমদ ও কালাম আহমদ। স্কোরের দায়িত্বে ছিলেম, মাসুম আহমদ ও নূরুল আমিন। ধারাভাষ্যে ছিলেন, আবু বক্কর সিদ্দিক।
Leave a Reply