নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষে সিলেট সদর উপজেলায় আজ শনিবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ অনুষ্ঠিত হবে।
সকাল ৭টায় মহানগরীর টিলাগড় এলাকায় সিলেট সরকারি কলেজ মাঠ থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ শুরু হবে। শেষ হবে ৫ কিলোমিটার দূরে সদর উপজেলা পরিষদ মূল ফটক পর্যন্ত গিয়ে। ইতোমধ্যে এ সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ কর্মসূচিতে সবার অংশগ্রহণ ও সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply