নিজস্ব প্রতিবদেক : সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ সড়কে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) বাস চলাচল নিয়ে অচলাবস্থা রয়েই গেলো। কারণ বিভাগীয় কমিশনারের উদ্যোগে আয়োজিত বৈঠকে সর্বসম্মত কোনো সিদ্ধান্তে পৌঁছা যায়নি।
উদ্বোধনের পরদিন থেকেই পরিবহণ শ্রমিকদের বাধায় এই দু’টি সড়কে বিআরটিসির বাস চলাচল বন্ধ রয়েছে। এখানেই শেষ নয়, কিছুসংখ্যক পরিবহণ শ্রমিক বিআরটিসি কাউন্টারে হামলা চালিয়ে ভাংচুর ও ব্যবস্থাপককে মারপিটও করে। এসব বিষয় নিয়ে সোমবার আলমপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বৈঠক আহ্বান করা হয়।
বিকেল ৪টা থেকে প্রায় আড়াই ঘণ্টার এ বৈঠকে সভাপতিত্ব করেন, সিলেট বিভাগের কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। উপস্থিত ছিলেন, ডিআইজি অব পুলিশ মফিজ উদ্দিন আহমদ, জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, বিআরটিসি প্রতিনিধি, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ এবং পরিবহণ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ; কিন্তু এ দীর্ঘ বৈঠকে ব্যাপক আলোচনা হলেও কোন সিদ্ধান্তে পৌঁছা সক্ষম হয়নি। তবে পরিবহণ মালিক-শ্রমিক নেতারা নিশ্চিত করেন, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মতামতের পর তারা তাদের সিদ্ধান্ত জানাবেন।
Leave a Reply