যুক্তরাজ্যের লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন এসওএস শিশু পল্লী সিলেট পরিদর্শন করেছেন।
বুধবার দুপুরে সফরসঙ্গীদের নিয়ে তিনি ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে এই শিশুপল্লী পরিদর্শন করেন।
স্পিকার এ সময় শিশুদের সঙ্গে ভাববিনিময় করেন এবং তাদেরকে আনন্দে মাতিয়ে তোলেন।
তার সঙ্গে ছিলেন, সিটি অ্যান্ড ইস্টের অ্যাসেম্বলি মেম্বার উনমেশ দেশাই, যুক্তরাজ্যের লন্ডন টি এক্সচেঞ্জের সিইও শেখ অলিউর রহমান, এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিসবাহ আহমেদ বিন সামাদ চৌধুরী ও সিলেট জেলা পুলিশের প্রবাসী কল্যাণ ডেস্ক ইনচার্জ শ্যামল বণিক।
এসওএস চিলড্রেনস ভিলেজের পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী তাদের স্বাগত জানান।
অতিথিদের শিশুরা ফুল ও তাদের ঝলমলে হাসি দিয়ে স্বাগত জানায়।
অতিথিবৃন্দ শিশুদের জন্য মিষ্টি, চকলেট ও চিপস নিয়ে গিয়েছিলেন। অতিথিরা কয়েকটি পরিবারে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটান। তারা শিশুদেরকে সমাজের মূল্যবান সম্পদ হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করেন।
এছাড়া বিশেষ অতিথি মিসবাহ আহমেদ বিন সামাদ চৌধুরীর সৌজন্যে অতিথিরা শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply