নিজস্ব প্রতিবেদক : সারা দেশে মঙ্গলবার থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৩২ হাজার ৯শ ৬৯ জন। এর মধ্যে রয়েছে ছাত্র ৫৭ হাজার ৯শ ৩১ জন ও ছাত্রী ৭৫ হাজার ৩৮ জন। ছাত্রদের চেয়ে ছাত্রী সংখ্যা ১৭ হাজার ১শ ৭ জন বেশি।
এই বছর সিলেট বিভাগের ৪টি জেলার মধ্যে সিলেটে ৪৮ হাজার ৪শ ৫৪ জন, সুনামগঞ্জে ২৮ হাজার ৫শ ৮৩ জন, মৌলভীবাজারে ২৯ হাজার ৫শ ৩০ জন ও হবিগঞ্জে ২৬ হাজার ৪শ ২ জন ছাত্র-ছাত্রী জেএসসি পরীক্ষা দিচ্ছে।
কড়া নিরাপত্তায় ১শ ২৪টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সকল কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি পরীক্ষার প্রথমদিন পার হয়েছে।
Leave a Reply