জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি শিক্ষক আবু হেনা চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মৃত্যুবার্ষিকী পালন কমিটির এক সভা রবিবার বিকেল ৫টায় দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহবায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনডিএফ জেলা শাখার অন্যতম নেতা মো ছাদেক মিয়া, সহ সভাপতি আরিফুল ইসলাম, জাতীয় ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহাদাত হোসেন, জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ কে আজাদ সরকার প্রমুখ।
সভায় মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে রয়েছে আবু হেনা চৌধুরীর রাজনৈতিক জীবন ও রাজনীতি সম্পর্কিত লিফলেট প্রকাশ, ২৪ অক্টোবর সকাল ৮টায় হযরত শাহজালাল (র) দরগা কবরস্থানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে স্মরণসভা।
স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন এনডিএফের কেন্দ্রীয় সহ সভাপতি শ্যামল কুমার ভৌমিক।
Leave a Reply