সিলেট লেখিকা সংঘের নিয়মিত সাহিত্য আড্ডা বুধবার সংগঠনের সদস্য বিনতা দেবীর বাসভবনের বনবীথিতলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কবি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি-গল্পকার মাসুদা সিদ্দিকা রুহীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপদেষ্টা কবি লাভলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপদেষ্টা প্রবাসী কবি সালমা বখত চৌধুরী ও অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ কবি লুৎফুন্নেসা লিলি।
আড্ডায় সাহিত্য আলোচনা ও স্বরচিত লেখাপাঠে অংশগ্রহণ করেন, কবি আয়েশা আহমদ, কবি রোজী মতিন, কবি অনিতা রাণী দাশ, কবি ও সাংবাদিক বিলকিস আক্তার সুমি, কবি হোসনে আরা বেগম কলি, কবি সুরাইয়া পারভিন লিলি, কবি নাঈমা চৌধুরী, কবি খাদিজা বেগম, কবি সেলিনা আক্তার প্রমুখ।
এছাড়া মহান বিজয় দিবসে সকাল ৯টার মধ্যে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে জমায়েত, বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা, স্বরচিত লেখা পাঠ ও স্মারক ‘শুচি’র মোড়ক উন্মোচন কর্মসূচি গ্রহণ করা হয়।
Leave a Reply