নিজস্ব প্রতিবেদক : সিলেট লেখক ফোরামের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার রামপুরে ইসহাক একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট-২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া। প্রধান আলোচক ছিলেন, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক রোটারি ক্লাব অব জালালাবাদের সেক্রেটারি রোটারিয়ান মাহবুবুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন, বিশ্বনাথ উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম রব হাসনু, ইসহাক একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া, ইসহাক একাডেমির প্রিন্সিপাল ইলিয়াস আলী, শিক্ষানুরাগী এ কে এম দুলাল ও রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছালেহ আহমদ তোতা। অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা মোবাশ্বের আলীকে মরণোত্তর ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া এবং প্রবাসে থেকে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় বিশেষ অবদান রাখায় কবি-সংগঠক শাহ কামাল আহমদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply