নিজস্ব প্রতিবেদক : কিডনি ফাউন্ডেশন সিলেট লায়ন্স শিশু হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর্স দিয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মহানগরীর মানিকপীর রোড এলাকায় সিলেট লায়ন্স শিশু হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কিডনি ফাউন্ডেশন সিলেটের জেনারেল সেক্রেটারি কর্নেল আব্দুস সালাম বীরপ্রতীক।
সিলেট লায়ন্স শিশু হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লায়ন্স শিশু হাসপাতালের চেয়ারম্যান ডা তহুর আবদুল্লাহ চৌধুরী, কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধুরী, কিডনি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ডা মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, কো-অর্ডিনেটর ফরিদা নাসরিন, জালালাবাদ রোটারি হাসপাতালের চেয়ারম্যান রোটারিয়ান মোস্তফা কামাল ও পিপি লায়ন ইমরান আহমদ। পরিচালনায় ছিলেন, লায়ন্স শিশু হাসপাতালের সেক্রেটারি ডা সোলাইমান আহমদ।
Leave a Reply