সিলেট-লন্ডন বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো শোয়েব অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে এই অভিনন্দন জ্ঞাপন করে তিনি বলেছেন, সিলেটে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সিলেট চেম্বার দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসছে।
এসসিসিআই সভাপতি বলেন, সিলেট-লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট সিলেটে বিনিয়োগকারীদের যাতায়াত সহজতর করবে এবং সিলেটে বিনিয়োগ ও পর্যটন খাতের বিকাশে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এক্ষেত্রে প্রবাসীদেরকে তিনি কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে সরকারি বিধি মোতাবেক বিমানে চলাচলের অনুরোধ জানান।
আবু তাহের মো শোয়েব উল্লেখ করেন, সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুতে ব্যবসায়ী, বিনিয়োগকারী, পর্যটক ও সাধারণ যাত্রীরা অত্যন্ত উপকৃত হবেন।
Leave a Reply