নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানা অপরাধে ৬ জনকে গ্রেফতার ও নানারকম মাদকদ্রব্য জব্দ করেছে।
র্যাব-৯ ইসলামপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার দুপুর ২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো সামিউল আলম ও সিনিয়র এএসপি লুৎফর রহমানের নেতৃত্বে সিলেট সদর উপজেলার পীরেরবাজার এলাকা হতে যৌতুক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুস শহিদ তুলা মিয়াকে (পিতা মৃত আব্দুল মালিক মাসুক মিয়া, গইলাপাড়া, বটেশ্বর, সিলেট) গ্রেফতার করে।
একই দিন বিকেল ৩টায় র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, মেজর সৌরভ মো অসীম সাতিল, এএসপি ওবাইন ও এএসপি আফসান আলমের নেতৃতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানার একাধিক মামলার আসামি আমির উদ্দিন ও তার পিতা ইন্তাজ আলীকে (পিতা মৃত মনফর আলী, কাঁঠালবাড়িকান্দি, গোয়াইনঘাট, সিলেট) গ্রেফতার করে।
এর আগে দুপুর দেড়টার দিয়ে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে অভিযান চালিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানের ফুলছড়া দুর্গা মন্দিরের সামনে থেকে ৩৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ এবং পেশাদার মাদক কারবারি শত্রুঘ্ন দাসকে (পিতা মৃত কীর্ত্তন দাস, ফুসকুড়ি চা বাগান অফিস লাইন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) গ্রেফতার করে।
এদিকে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এদিন বিকেল সাড়ে ৪টার দিকে এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভান্ডারুয়া গ্রামের সিমনা সেতুর সামনে ও চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নরসিংহেরগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারি মো সোহেল মিয়া (পিতা মো সাজেদুর রহমান, সাহেবনগর, মাধবপুর, হবিগঞ্জ) ও মো কাউছার মিয়াকে (পিতা মৃত আলী হোসেন, নরসিংহেরগাঁও, চুনারুঘাট, হবিগঞ্জ) গ্রেফতার করে।
Leave a Reply