সিলেট মোবাইল পাঠাগারের ৭৮১তম সাহিত্য আসর ও ঈদ পুনর্মিলনী শনিবার সন্ধ্যায় মহানগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট মোবাইল পাঠাগারের সহসভাপতি বিশিষ্ট কলামিস্ট ও কবি সালেহ আহমদ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, প্রধান বক্তা সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী ও বিশিষ্ট ছড়াকার আব্দুস সাদেক লিপন।
সিলেট মোবাইল পাঠাগারের নির্বাহী কর্মকর্তা ও জীবন সদস্য ছড়াকার আবদুল কাদির জীবনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রাকৃত প্রকাশনীর স্বত্বাধিকারী ও প্রকাশক কবি মামুন সুলতান, হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সিলেট মোবাইল পাঠাগারের যুগ্মসম্পাদক হেলাল হামাম, সহসাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী ও পাঠাগার সম্পাদক অরূপ নাগ।
লেখাপাঠে অংশগ্রহণ করেন, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশিদ, নাট্যকার ছয়ফুল আলম পারুল, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, নাট্যকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি অনিন্দ্য মোস্তাক, ছড়াকার ছাদির হোসাইন ছাদির, কবি সাজিদুর রহমান, কবি জুবের আহমদ সার্জন, গীতিকার বাহা উদ্দিন বাহার, গাজি আব্দুল কুদ্দুস সমসদ প্রমুখ।
সিলেট মোবাইল পাঠাগারের সাপ্তাহিক সাহিত্যপত্র ‘ছায়ালাপ’ এর মোড়ক উন্মোচন করেন, প্রধান অতিথি আহমদ মাহবুব ফেরদৌস ও মোবাইল পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী সহ অতিথিবৃন্দ।
এছাড়া ৭৭৭তম সাহিত্য আসরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply