সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের প্রান্তে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত স্থানে পরিকল্পানাধীন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ অবিলম্বে শুরু করার দাবি জানিয়েছে।
মঙ্গলবার সংগঠনের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির বর্ধিত সভায় গৃহীত প্রস্তাবে এ দাবি জানানো হয়।
অপর এক প্রস্তাবে সড়ক ও সেতু মন্ত্রণালয় ঢাকা-সিলেট মহাসড়ককে (এন-২) ৬ লেনে উন্নীত করে নির্মাণকাজ ঢাকা প্রান্তে শুরু করায় ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে সিলেট প্রান্তে মহাসড়কের নির্মাণকাজ শুরু না করায় ক্ষোভ প্রকাশ করে ঢাকা প্রান্তের পাশাপাশি অবিলম্বে সিলেট প্রান্তেও দৃশ্যমান কাজ শুরু করার দাবি জানানো হয়।
এছাড়াও সুরমা ডাইক আরও উঁচু ও প্রশস্ত করে বর্ষার আগে নদীর দক্ষিণ পারে শক্তিশালী গার্ডওয়াল নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়।
অন্য কয়েকটি বিষয়েও প্রস্তাব আকারে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।
সংগঠনের সভাপতি শেখ মো মকন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আজম খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মো আব্দুল মতিন, সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, আবদুল মালেক তালুকদার, মো ফরিদুর রহমান, জাহাঙ্গীর খান, শেখ মো লায়েক মিয়া, মো দিলওয়ার হোসেন রানা, নূরুল ইসলাম সুমন, জয়নাল আহমেদ, হাফিজুর রহমান মুক্তা, রকিব হাসান, সিয়াম আহমদ খোকন ও জমির হোসেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply