সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এসএমসিসিআইর উদ্যোগে সিলেট মহানগরী ও আশেপাশের এলাকায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও অন্যন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
এর অংশ হিসাবে শনিবার মহানরীর মিরাবাজারে কিশোরী মোহন বালক ও বালিকা বিদ্যালয়, শাহজালাল জামেয়া ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও মির্জাজাঙ্গাল বালিকা বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে প্রায় ৩০০ পরিবারের মাঝে শুকনো ও রান্না করা খাবার, পানি ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
রবিবার শাহপনার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহপরান ধনকান্দি প্রাথমিক বিদ্যালয় ও ধনকান্দি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার, জামেয়া ইসলামিয়া মিফতাহুল উলুম চিকনাগুল মাদরাসা, কহাইগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হযরত শাহজালাল (র) কলেজ আশ্রয় কেন্দ্রে প্রায় ৫০০ পরিবারের মাঝে পানি, শুকনো ও রান্না করা খাবার এবং অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসএমসিসিআাইর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা খায়রুল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও এসএমসিসিআইর পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, প্রথম সহসভাপতি আব্দুল জব্বার জলিল, পরিচালক মোহাম্মদ কফিলুর রহমান, হুরায়রা ইফতার হোসেন, মো মুহিতুল বারী রহমান, মোয়াম্মীর হোসেন চৌধুরী, কাজী মকবুল হোসেন, আলীমুছ ছাদাত চৌধুরী, জিয়াউল গণী আরেফীন, রেজাউল হাসান জাকারিয়া, কল্লোল আহমদ ও পরিচালনা পর্ষদের সদস্যদের সার্বিক সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এসএমসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা খায়রুল হোসেন জানান, জাতির বিভিন্ন দুর্যোগকালে এসএমসিসিআই দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply