নিজস্ব প্রতিবেদক : রাতের আঁধার তখনো পুরোপুরি কাটেনি। এর মধ্যেই সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে আসতে থাকেন প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সংস্কৃতি কর্মীরা। ঘড়ির কাঁটা এগিয়ে চলে। আস্তে আস্তে রক্তিম আভা ছড়িয়ে পড়তে থাকে পূবের আকাশে। এক সময় উঁকি দেয় নতুন সূর্য। অমনি মুক্তিযোদ্ধা সন্তান দুদু মিয়ার হাতের রশিতে টান পড়ে। পতপত করে উড়তে শুরু করে লাল সবুজের পতাকা। সবার দৃষ্টি তাতেই নিবদ্ধ হয়ে থাকে।
তখন সকাল ৬টা ৩১ মিনিট। সম্মিলিত নাট্য পরিষদ সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের দৃপ্তকণ্ঠ ভেসে আসে মাইকে। আমন্ত্রণ মহান বিজয় দিবসের প্রথম কর্মসূচি জন্মভূমির স্বাধীনতার জন্যে আত্মদানে অমর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের। সিলেটের প্রথা অনুসারে প্রথমেই কেন্দ্রীয় শহীদমিনার বাস্তবায়ন পরিষদের পক্ষে এগিয়ে যান, মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা ও আফতাব আলী এবং মুক্তিযুদ্ধ অনুশীলনের সভাপতি আল আজাদ। এরপর জেলা প্রশাসকের নেতৃত্বে জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধারা। অতঃপর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, পুলিশের উপমহাপরিদর্শক কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক রাহাত আনোয়ার ও পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে শ্রদ্ধা জানান প্রশাসনিক কর্মকর্তাগণ। এছাড়া সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
Leave a Reply