নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও ইদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এ পরিচিতি সভা ও ইদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্ত। সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি সিটি কাউন্সিলর আফতাব হোসেন খান। পরিচালনায় ছিলেন মহানগর সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু।
Leave a Reply