আগামীকাল শুক্রবার, ৩০ সেপ্টেম্বর থেকে সিলেট মহানগর বিএনপি ওয়ার্ড সম্মেলন শুরু করছে।
এই কর্মসূচিকে সফল করতে বুধবার বিকেলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সকল ওয়ার্ড বিএনপির সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য দলের সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, যুগ্মআহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সৈয়দ মিসবাহ উদ্দিন, এমদাদ হোসেন চৌধুরী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, সদস্য মাহবুব কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, হুমায়ুন আহমদ মাসুক, মুকুল আহমদ, মোর্শেদ, আফজল উদ্দিন, আবুল কালাম, সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ।
প্রথমদিন বিকেল ৫টায় ঘাসিটুলায় আজাদ কমিউনিটি সেন্টারে ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি গঠনের সূচনা করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা এ জেড এম জাহিদ হোসেন।
এরপর ১ অক্টোবর বিকেল ৩টায় কলাপাড়া ঈদগা মাঠে ১০ নম্বর ওয়ার্ড ও ২ অক্টোবর বিকেল ৩টায় সুবিদবাজার সোনার বাংলা কমিউনিটি সেন্টারে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।
পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে সকল ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এজন্য যেসকল ওয়ার্ডে এখনও ইউনিট (পাড়া) কমিটি গঠন হয়নি তা দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply