নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে খাদিমনগর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক।
এছাড়াও মহানগর পুলিশের উর্ধতন কর্মকর্তা ও কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচালনায় ছিলেন, শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন।
সমাবেশে আলোচ্যসূচি ছিল, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা।
এর আগে একটি একটি শোভাযাত্রা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply