নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশের ১০ ট্রাফিক সার্জেন্টেকে ‘বডি অন ক্যামেরা’ দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রত্যেকের কার্যক্রম সরাসরি তদারকি করা যাবে।
মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের মুক্তমঞ্চে এসএমপির ট্রাফিক পক্ষ উদ্বোধন শেষে পুলিশ কমিশনার নিশারুল আরিফ সার্জেন্টদের শরীরের সঙ্গে ক্যামেরা যুক্ত করে দেন।
এসময় তিনি বলেন, ‘বডি অন ক্যামেরা’র মাধ্যমে কর্মক্ষেত্রে সরাসরি সার্জেন্টদের কার্যক্রম তদারকি করা যাবে। এতে ট্রাফিক পুলিশের সেবার মান বাড়বে এবং জনসাধারণ উপকৃত হবেন।
পুলিশ কমিশনার করোনা ভাইরাস সংক্রমণ রোধে পুলিশ বিভাগের কর্মকর্তাদের আরও সচেতন হওয়ার আহবান জানান।
ট্রাফিক পক্ষের উদ্বোধন পর্বে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ মহানগর পুলিশের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগর প্রদক্ষিণ করে।
Leave a Reply