নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি প্রায় পৌণে ২ কোটি টাকার ভারতীয় পণ্য ও একটি কাভার্ডভ্যান সহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে।
এসএমপির তথ্য বিবরণীতে জানানো হয়েছে, উপ পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় শনিবার, ২৩ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০২ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগরীর শাহপরাণ (র) থানাধীন মুরাদপুর পয়েন্টে সিলেট-তামাবিল বাইপাস সড়কে অভিযান পরিচালনা করে ওশান কবির মিলন (২৫, পিতা শরিফুল ইসলাম, খলিলপুর, বাঘারপাড়া, যাশোর) নামের একজনকে গ্রেফতার করে।
এ সময় তার নিকট হতে ভারতীয় ২ হাজার ১৫০ পিস শাড়ি, ২৫০টি থ্রি-পিস, ৪০ পিস লেহেঙ্গা, ২৪০ জোড়া খেলার বুট জুতা, ৪ হাজার ৯০০ পিস সানগ্লাস ও ৩৭৫ বক্স ভার্জিন রুলিং পেপার উদ্ধার করা হয়। এই পণ্যের মোট মূল্য ১ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা। একই সঙ্গে এই পণ্য পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে এসএমপির শাহপরাণ (র) থানায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply