নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবির অভিযানে জুয়াখেলার সামগ্রীসহ ৬ জুয়ারি গ্রেফতার হয়েছে।
উপ পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিকনির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০২ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার, ৫ এপ্রিল (২২ চৈত্র) রাত সোয়া ২টার দিকে মহানগরীর সাপ্লাই কলবাখানি আবাসিক এলাকার ভূতরে বাড়ি নামক পরিত্যক্ত ভবনের ফাঁকা কক্ষে বসানো জুয়ার বোর্ডে অভিযান চালায়।
এ সময় মো আব্দুর রশিদ (৩২, পিতা মো নূরুল ইসলাম, দৌলতপুর, হরিনাকুণ্ড, ঝিনাইদহ, বর্তমান ঠিকানা : শাহপুর, টুকেরবাজার, সিলেট), মো শিপন মিয়া (৫৪, পিতা মৃত শফিক মিয়া, ৩০ কলবাখানি, সিলেট), জসিম উদ্দিন (৫৫, পিতা মৃত সমাই উল্ল্যাহ, বল্লভপুর, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা : ১৩৮ কাজীটুলা, সিলেট), মো আনোয়ার হোসেন (৪০, পিতা মৃত আবুল হোসেন, হায়দারপুর, সিলেট, বর্তমান ঠিকানা : ১০/১, পূর্ব জাংগাইল, সিলেট), মো রুবেল হোসেন (৩৪, পিতা আব্দুল মনাফ, ভাটিপাড়া বাজার, দিরাই, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা : কয়েস মিয়ার কলোনি, গোয়াইপাড়া, সিলেট) ও মো সালেক মিয়া (৪০, পিতা মৃত সেনু মিয়া, পূর্ব বুল্লা, লাখাই, হবিগঞ্জ, বর্তমান ঠিকানা : ৩৮, বাদামবাগিচা, সিলেট)-এই ছয় জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া অভিযানকালে জুয়াখেলার সামগ্রীও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী
Leave a Reply