নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবির অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ২২ জুয়ারি গ্রেফতার হয়েছে।
সিলেট মহানগর পুলিশ-এসএমপির তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ২১ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় ফাঁকা জায়গায় জুয়ার বোর্ড পরিচালনাকালে অভিযান চালায়।
এ সময় রূপন তালুকদার, মাহাবুব আলম বাপন, মো হাসান আহমদ, আলমগীর মিয়া, মো মানিক মাসুক, মাজেদ আহমেদ, মো সাদ্দাম হোসেন, রিপন আহমেদ, মো শাকিল, মোকররম আলী, গৃথীরাজ রায় ও মো সানি-এই ১২ জনকে গ্রেফতার করা হয়।
একইদিন বিকেল পৌণে ৪টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় একটি ফাঁকা জায়গায় চলমান জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে আরও ১০ জনকে গ্রেফতার করে।
এই গ্র্রেফতারকৃতরা হলো, জাহাঙ্গীর আলম, ইয়ারুফ আলী, সুজিত দাশ, শাহীন মিয়া, মো রাসেল আহমেদ, শামীম আহমদ, মো আবু সাইদ, মো তাজুল ইসলাম, সুমন আহমেদ ও কুতুব উদ্দিন।
পরবর্তী সময়ে গ্রেফতারকৃত সবাইকে আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply