নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরী ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য মুক্ত হয়েছে।
সিলেট সিটি করপোরেশন-সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার পবিত্র ঈদুল আজহার দিন সিসিকের পরিচ্ছন্নতা কর্মীরা মহানগরীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কাজ শুরু করেন। এরপর একটানা এই কার্যক্রম চলতে থাকে। বুধবার সকাল ১১টার আগেই সকল প্রকার বর্জ্য অপসারণ সম্পন্ন হয়।
এনামুল হাবীব জানান, বর্জ্য অপসারণের সাথে সাথে মহানগরীর বিভিন্ন জায়গায় বসানো কোরবানির হাটে পুঁতে রাখা বাঁশ ও অন্যান্য সামগ্রী বোলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।
সিলেট মহানগরী সিসিকের ঘোষণা অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য মুক্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
Leave a Reply