নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন-সিসিক মহানগরীকে নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য মুক্ত করেছে।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ২৪ ঘণ্টা অর্থাৎ ইদুল আজহার দিন দুপুর ১২টা থেকে পরদিন দুপুর ১২টার মধ্যেই মহানগরীকে কোরবানির পশুর বর্জ্য মুক্ত করা হয়েছে।
তিনি জানান, সিসিকের ঘোষণা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে মহানগরীর প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়। ফলে নগরবাসী স্বস্তিতে চলাফেরা করতে পারছেন। এরপরও পাড়া-মহল্লার ভিতরে কোথাও কিছু থাকলে বিকেলের মধ্যে তা অপসারণ করা হবে।
শনিবার দুপুর ১২টায় মহানগরীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু হয়। এজন্যে মাঠে নামেন সিসিকের ১ হাজার ২ শ কর্মকর্তা-কর্মচারী-শ্রমিক। সাথে ছিল পর্যাপ্ত সংখ্যক ট্রাক সহ অন্যান্য যানবাহন। বর্জ্য অপসারণের পর পর প্রতিটি জায়গায় জীবানুনাশক ওষুধ ছিটিয়ে দেয়া হয়।
সর্বশেষ রবিবার সকাল ১০টায় বর্জ্য অপসারণ শুরু হয় রেজিস্ট্রারি মাঠে, যেখানে আগের দিন বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত চামড়া বেচাকেনা হয়। নির্ধারিত সময়েরই মধ্যে বর্জ্য অপসারণ সম্পন্ন হয় বলে সিসিক কর্তৃপক্ষ জানিয়েছে।
Leave a Reply