প্রতিবারের ন্যায় এবারও সিলেট মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা ফিৎরা নির্ধারণ করেছে।
বুধবার বিকেলে মহানগরীর মধুবন সুপার মার্কেটে সংগঠনের কার্যালয়ে ‘দারিদ্র বিমোচনে যাকাত-ফিৎরার ভূমিকা ও স্থানীয়ভাবে ফিৎরার পরিমাণ নির্ধারণ’ শীর্ষক সেমিনারে এই ফিৎরা নির্ধারণ করা ।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে প্রধান সিদ্ধান্তদানকারী ছিলেন দরগায়ে হযরত শাহজালাল (র) মাদরাসার শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি। তিনি বলেন, ফিৎরায় মুদ্রামূল্য নিজ নিজ এলাকার বাজারের দ্রব্যমূল্য অনুসারে দিতে হয়। কিসমিস, খেজুর, যব ও আটার মাধ্যমে ফিৎরা দেয়া উত্তম। তবে কেউ যদি নগদ টাকা বা অন্যান্য খাদ্য সামগ্রী বা পরিধেয়ের বস্ত্র কিনে দেন তাও পারেন।
সেমিনারে অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জিয়াউল হক, দরগা মাদরাসার মুফতি আতাউল হক জালালবাদী, দারুস সালাম খাসদবির মাদরাসার মুফতি মুহাম্মদ যাকারিয়া, শায়খুল হাদিস আতাউর রহমান কোম্পানীগঞ্জ, দারুল হুদা মাদাসারা মুফতি মো ইলিয়াস, ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, শিবগঞ্জ মাদরাসার মাওলানা আসরারুল হক, কুদতর উল্লাহ মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মিফতাহ উদ্দিন ও জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুফতি সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।
Leave a Reply