‘বাংলাদেশ একীভূত দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি’ ও ৮ম ডিপেকো কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সিলেট মহানগরীর ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ওয়ার্ড ভলান্টিয়ার গ্রুপের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
শোভাযাত্রার মাধ্যমে অভিযান উদ্বোধন করেন সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য জয়নাল আবেদীন, আব্দুস সালাম, শামীম আহমদ, ওয়ার্ড সচিব লাজু কুমার সিংহ, মনির হোসেন, আবির হাসান, আমিন নূর, নজরুল ইসলাম, ওয়ার্ড ভলান্টিয়ার গ্রুপ কমিটির শাকিয়া ইসলাম, চাঁদনী আক্তার ও নাজমা হক।
Leave a Reply