নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর প্রায় সকল মসজিদে জামাতে নামাজ আদায় ও সাধ্য অনুযায়ী পশু কোরবানির মধ্য দিয়ে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
এবছর করোনা সংক্রমণ বৃদ্ধির আশংকায় সিলেট সিটি করপোরেশনের আহ্বানে ঐতিহাসিক শাহী ঈদগাসহ মহানগরীর কোন ঈদগায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। তাই মসজিদগুলোতেই নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। বুধবার সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সকল বয়সের মুসল্লিরা জামাতে নামাজ আদায় করেন; কিন্তু সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হয়নি। তবে ঈদের বিশেষত্ব কোলাকুলি খুব দেখা যায়নি।
প্রতিটি জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্বের করোনামুক্তির জন্যে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
এছাড়া করোনা আক্রান্তদের দ্রত সুস্থতা এবং মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
মহানগরীর বাইরে ঈদগা ও খোলামাঠে ঈদের নামাজ আদায় করা হয়।
Leave a Reply