নিজস্ব প্রতিবেদক : প্রায় দুই মাস বন্ধ রাখার পর সিলেট মহানগরীর প্রবেশদ্বার খ্যাত ঐতিহ্যবাহী ক্বিনব্রিজ খুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় সুরমা নদীর উপরে ব্রিটিশ আমলে নির্মিত এই সেতুটির দুই পাশের গ্রিল কেটে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, কাউন্সিলর আজম খান ও প্যানেল মেয়র রোকসানা বেগম শাহনাজ।
খুলে দেওয়া হলেও ক্বিনব্রিজের উপর দিয়ে রিক্সা, বাই সাইকেল, ভ্যান ও ঠেলাগাড়ি ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করতে পারবেনা।
উল্লখ্য, সংস্কার কাজের জন্যে ১ সেপ্টেম্বর থেকে ক্বিনব্রিজ দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল।
Leave a Reply