নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর সুবিদবাজার এলাকার দস্তিদার দিঘি থেকে পুলিশ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।
শনিবরা রাতে ১২টার দিকে মরদেহটি উদ্ধার হয়।
মরদেহটি পার্শ্ববর্তী মিয়া ফাজিলচিস্ত এলাকার সমরেশ দেবের ছেলে শিমুল দেবের (৩২)। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে পুলিশ বলছে, তদন্ত ছাড়া কিছু বলা যাবেনা। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আটক করা হয়েছে ফজল আহমদ নামের একজনকে। শিমুল দেব কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন কি না এখনো স্পষ্ট নয়। মধ্যরাতে এক ব্যক্তি তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় বলে তার এক আত্মীয় জানিয়েছেন।
Leave a Reply