বিশেষ প্রতিবেদক : সিলেট মহানগরীর ছড়া ও খাল রক্ষায় সরকার ২৩৬ কোটি ৪০ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। এর আগে এই কাজে এক সাথে এত টাকা কখনো বরাদ্দ হয়নি।
বৃহস্পতিবার অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো শুধুমাত্র ছড়া ও খাল রক্ষায় এতবড় প্রকল্প পেলো সিলেট সিটি কর্পোরেশন-সিসিক। ফলে ছড়া ও খাল রক্ষার পাশাপাশি এগুলো দৃষ্টিনন্দন করার সুযোগ সৃষ্টি হয়েছে।
এই প্রকল্প বাস্তাবয়নে সরকার ২০০ কোটি ৯৪ লাখ টাকা এবং সিসিক নিজস্ব তহবিল থেকে ৩৫ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় করবে।
প্রকল্পের আওতায় সিলেটের ১৩টি ছড়ার ২৬.৯৬ কিলোমিটার আরসিসি রিটেইনিং ওয়াল, ৫ কিলোমিটার ইউটাইপ ড্রেন ও সাড়ে ৩ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ এবং ১০ কিলোমিটার ছড়া ও খাল খনন করা হবে।
এছাড়াও এই প্রকল্পের আওতায় ৯টি ইকুইপমেন্ট ক্রয় করা হবে। এর মধ্যে থাকবে এমপিএসআইবিআই এস্কাভেটর, যা উভয়চর এবং এই এস্কাভেটর দিয়ে নদী খননও করা যাবে।
প্রকল্পের আওতাভুক্ত ছড়া ও খাল গুলো হচ্ছে মালনীছড়া, গোয়ালীছড়া, গাভীয়ার খাল, মুগনীছড়া, কালীবাড়ী ছড়া, হলদিছড়া, যুগনীছড়া, ধোপাছড়া, বুবিছড়া, বাবুছড়া, রত্নার খাল, জৈন্তার খাল ও বসুর খাল।
২০১৪ সালের শেষের দিকে প্রকল্পটি প্রণয়ন করার পর বিভিন্ন ধাপ অতিক্রম করে পাশ হলো। ২০১৭ সালের জানুয়ারি মাসে এর বাস্তবায়ন কাজ শুরু হয়ে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই কাজ সমাপ্ত করা হবে বলে সিসিকের প্রকৌশল শাখা জানিয়েছে।
এই প্রকল্পকে যুগান্তকারী আখ্যায়িত করে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, এ ক্ষেত্রে মূল কৃতিত্ব অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। তার ঐকান্তিক প্রচেষ্টায়ই সিসিক এই প্রকল্প পেয়েছে।
তিনি আরও জানান, একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের আওতায় সিলেটের ছড়া ও খাল উদ্ধার করে তা রক্ষায় দ্রুততার সাথে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।
Leave a Reply