নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ ৫ই জানুয়ারিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদযাপন করেছে। এ উপলক্ষে সারা দেশে কর্মসূচি পালিত হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহানগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। এছাড়া জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন অাহমদ সহ অন্যান্য নেতা বক্তৃতা করেন।
Leave a Reply