সিলেট মহানগরীর উত্তর কাজীটুলা এলাকাবাসীর উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তবে করোনা পরিস্থিতির কারণে এবার সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মাহফিলে যোগ দিতে হবে।
শুক্রবার উত্তর কাজীটুলা জামে মসজিদে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। আসরের নামাজের পর থেকে শুরু হয়ে মাগরিব ও এশার নামাজের বিরতি দিয়ে চলবে মধ্যরাত পর্যন্ত। মধ্যরাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলের বক্তব্য রাখার কথা রয়েছে, মাদরাসা মারকাযুল ইহসান ঢাকার প্রিন্সিপাল মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ (দা বা), টঙ্গী গাজীপুরের মাওলানা মুফতি জুনাইদ আহমদ ফয়েজী, সিলেট মহানগরীর চারাদিঘিরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মঞ্জুর রশীদ আমিনী এবং কালিঘাটের হযরত শাহচট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দীন আজমীসহ ওলামায়ে ক্বেরামগণ।
ওয়াজ ও দোয়া মাহফিলে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করবেন, উত্তর কাজীটুলা জামে মসজিদের সাবেক প্রধান ইমাম ও এলাকার প্রবীণ ব্যক্তিত্ব হাকীম মো শরীফ উদ্দিন, বর্তমান প্রধান ইমাম ও খতিব মাওলানা ক্বারি খলিলুর রহমান, মোতাওয়াল্লি মো আব্দুল বাকি বাবলা, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রবীণ সাংবাদিক আব্দুল মালিক জাকা ও উপদেষ্টা পরিষদ সদস্য শাহিন আহমদ।
ওয়াজ মাহফিলে সিলেটের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি কামনা করেছেন উত্তর কাজীটুলা জামে মসজিদের উপদেষ্টা পরিষদ সদস্য মো আব্দুল কাইয়ূম।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply