নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে মুক্তিযুদ্ধের প্রথম স্মৃতিস্তম্ভ ‘উদ্দীপন’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর উদ্বোধন করেন।
জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউসের সামনে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। এতে তুলে ধরা হয়েছে বাঙালি জাতির স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন দিক। ফুটিয়ে তোলা হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন ও মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা। শহীদ মিনার এবং জাতীয় স্মৃতিসৌধের চিত্রও আঁকা হয়েছে।
একাত্তরের ১৭ই ডিসেম্বর সিলেট সার্কিট হাউসে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে।
Leave a Reply