নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর মিরাবাজার খাঁরপাড়ায় মিতালি ১৫ নম্বর বাসা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে তিনতলা এ বাসার নিচতলার একটি ফ্ল্যাট থেকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ। এ সময় বাসার ভেতর থেকে আহত অবস্থায় ৪ বছরের শিশুকন্যাকে উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, পূর্ববিরোধের জের ধরে দুয়েকদিন আগে মাকে জবাই করে ও ছেলেকে শ্বাসরুদ্ধ করে দুর্বৃত্তরা হত্যা করে।
মা বিউটিশিয়ান রোকেয়া বেগম স্কুলপড়ুয়া ছেলে রবিউল ইসলাম রোকন ও শিশুকন্যা রাইসাকে নিয়ে থাকতেন। তার স্বামী হেলাল আহমদ থাকতেন গ্রামের বাড়িতে। শুক্রবার থেকে রোকেয়া বেগমের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় রবিবার সকালে তার ভাই জাকির হোসেন বাসায় ভেতর শিশু রাইসার কান্না শুনে আর বাইরে দুর্গন্ধ পেয়ে খবর দেন বাসার মালিক ও ওয়ার্ড কাউন্সিলরকে। তারা এসে বাসার পেছনের জানালা দিয়ে মা ও ছেলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
Leave a Reply