নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনার সংক্রমণ রোধে দেশে কঠোর লকডাউনের দ্বিতীয় পর্যায়ের প্রথমদিন দিনে সিলেটের প্রতিটি রাস্তায় যেমনি মানুষ তেমনি যান চলাচল ছিল বেশি। অটোরিক্সা ও ব্যক্তিগত গাড়ি চলেছে প্রচুর সংখ্যায়। জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারের কড়া নজরদারি সত্ত্বেও জন আর যানের স্রোত ঠেকানো যাচ্ছেনা। অনেকেই অসত্য তথ্য দিয়ে ঘর ছেড়ে বের হওয়াকে আইনসিদ্ধ করে নেওয়ার চেষ্টা চালায়। এতে কেউ সফল হয়েছে। কেউবা ধরা পড়ে মামলা খেয়েছে-না হয় জরিমানা গুণেছে।
সিলেট জেলা প্রশাসনের ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কঠোর লকডাউনের শেষদিন দিনব্যাপী মহানগরী ও সকল উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫৪টি মামলা করার পাশপাশি ১ লাখ ৫১ হাজার ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অন্যান্য দিনের মতোই সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
অন্যদিকে সিলেট মহানগর পুলিশ-এসএমপি একই দিন লকডাউন বিধি নিষেধ অমান্য করায় ৩৬টি সিএনজি অটোরিকশা, ১৬টি মোটরসাইকেল, ৫টি প্রাইভেট কার ও অন্য ১টি যানবাহনের বিরুদ্ধে মামলাসহ ২২টি সিএনজি অটোরিক্সা, ২৩টি মোটরসাইকেল, ১৫টি প্রাইভেট কার ও অন্যান্য ১৬টি যানবাহন আটক করে।
এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫টি ভ্রাম্যমাণ আদালত লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় মহানগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ৮১ হাজার ২০০ জরিমানা আদায় করে।
Leave a Reply