সিলেট মহানগরীতে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছ।
শনিবার বিকেলে জাহাঙ্গীরনগর আবাসিক এলাকায় অসহায়দের মাঝে এই শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়।
টুকেরবাজার ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুর রহমানের সভাপতিত্বে ও মানবকল্যাণ সংস্থার সভাপতি মো মঈন উদ্দিন রুমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি। বিশেষ অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো মকবুল হোসেন ও জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ কাউছার আহমদ, মো মামুন মিয়া, কালাম মিয়া, আজিজুুল মিয়া ও গিয়াস মিয়া।
Leave a Reply