নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে বেশি দামে পিঁয়াজ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত ৫টি দোকানের জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুরে মহানগরীর কালিঘাট ও খেয়াঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংক্ষরণ ২০০৯ ও কৃষি বিপনন ২০১৮ আইনে এসব দোকান থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় কালিঘাটের সুমন বিজনেসকে ৪ হাজার টাকা, সাদিক ট্রেডার্সকে ৪ হাজার টাকা, এমডি এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, সন্তোষী ভাণ্ডার-২ কে ৩ হাজার ও হাজি সামছু মিয়া এন্ড সন্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাজার কর্মকর্তা মুর্শেদ কাদের সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ।
Leave a Reply