নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর তার নির্বাচনী অঙ্গীকার ‘গ্রিন সিলেট ক্লিন সিলেট স্মার্ট সিলেট’ বাস্তবায়নের প্রথম পর্যায়ে ’গ্রিন সিলেট’ গড়তে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন।
সিসিকে নিজের দ্বিতীয় কর্মদিবসেই মহানগরীর প্রতিদিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে মেয়র এ অভিযান শুরু করলেন।
বৃহস্পতিবার, দুপুর ১২টায় মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত হজরত শাহজালাল (র) এলাকায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি ও সংরক্ষিত আসনের কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা সহ অন্যান্য ওয়ার্ড কাউন্সিলরে এবং সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, এটা লোক দেখানো কোনো কর্মসূচি নয়। কেবল মহনগরীকে ক্লিন করলে হবেনা-একই সঙ্গে নাগরিকদের মনকেও ক্লিন করতে হবে।
তিনি জানান, পরবর্তী কর্মসূচি হবে ‘গ্রিন সিলেট’। সিলেটকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা হবে।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ‘ক্লিন সিলেট গ্রিন সিলেট’ কর্মসূচিকে যুদ্ধের সঙ্গে তুলনা করেন।
Leave a Reply