নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন-সিসিক এলাকায় নির্দিষ্ট জায়গায় কোরবানির পশু জবাইয়ে সংখ্যা বেড়েছে; কিন্তু আশানুরূপ নয়। কারণ এত প্রচার-প্রচারণার পর নাগরিকদের মধ্যে এ ব্যাপারে প্রত্যাশা অনুযায়ী আগ্রহ সৃষ্টি হয়নি।
সরকারি নির্দেশ অনুসারে অন্যান্য সিটি করপোরেশনের মতো সিসিকও এবার প্রতিটি ওয়ার্ডে একটি করে জায়গা পশু কোরবানির জন্যে নির্দিষ্ট করে। এগুলোতে কোরবানি হয়েছে ৫টি থেকে ২৫টি পর্যন্ত। গত বছর এ সংখ্যা ১০-এর নিচে ছিল।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, গতবছর ২৭টি ওয়ার্ডের মধ্যে কয়েকটিতে নির্দিষ্ট জায়গা কোরবানির পশু জবাই হয়নি। তবে এবার সব ওয়ার্ডেই হয়েছে।
অন্যদিকে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ জানিয়েছেন, নির্দিষ্ট জায়গায় কোরবানির পশু জবাইয়ে এখন পর্যন্ত নাগরিকদের মনে আশানুরূপ আগ্রহ সৃষ্টি হয়নি। প্রত্যেকেই নিজের বাড়ির আঙ্গিনাতেই কোরবানির পশু জবাই করতে চান।
Leave a Reply