নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকায় দুর্বৃত্তদের ধারারো অস্ত্রের কোপে এক যুবক খুন হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মেজবাহ উদ্দিন (২০)। তার বাবার নাম রহমত উল্লাহ। তাদের মূল বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে। তবে তারা মহানগরীর মজুমদারিতে বসবাস করছেন।
মেজবাহ উদ্দিন গত বছর সিলেট কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করলেও উচ্চ শিক্ষার জন্য আর কোথাও ভর্তি হননি।
পুলিশ আরও জানায়, জিন্দাবাজার এলাকায় কাস্টমস অফিসের সামনে ২-৩ জন যুবক মেজবাহ উদ্দিনকে কুপিয়ে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহাম্মদ জানিয়েছেন।
Leave a Reply