নিজস্ব প্রতিবেদক : ‘করোনা’ সংক্রমণ প্রতিরোধে সিলেটে পজিটিভ জেনারেশন অব সোসাইটির একঝাঁক তরুণ যানবাহনে জীবাণুনাশক স্প্রে করে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চলাচলকারী যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হয়। পিজিএস সদস্যরা এসময় চালক ও যাত্রীদের করোনা ভাইরাস প্রতিরোধে নানা পরামর্শ দেন।
এছাড়া সংগঠনের সদস্যদের তৈরি করা ২ হাজার মাস্ক হাসপাতাল ও নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
পিজিএস দেশের লকডাউন এলাকায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করবে বলেও সংশ্লিষ্টরা জানান।
Leave a Reply