নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে ছাত্রলীগের দুই পক্ষের বিরোধের জের ধরে এক কর্মী খুন হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যা ৭টার দিকে চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
নিহত ছাত্রলীগ কর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুম (২২) যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থক ছাত্রলীগের সুরমা পরিবার নামে পরিচিত পক্ষের কর্মী। এই পক্ষের নেতারা এ হত্যাকাণ্ডের জন্যে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর নেতৃত্বাধীন পক্ষকে দায়ী করেছেন।
সুরমা পরিবারের নেতা জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব চন্দ্র দাস ও রেজাউল ইসলাম রেজা এবং জাকারিয়া মোহাম্মদ মাসুমের মা আছিয়া বেগমের অভিযোগ, মঙ্গলবার রাতে মহানগরীর চালিবন্দর এলাকায় রায়হান চৌধুরীর নেতৃত্বাধীন পক্ষের কর্মীদের সাথে তার মৃদু সংর্ঘষ হয়।
এর জের ধরে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তার ছোটভাই সাইফুল্লাহ খালেদকে অপহরণ করে নিয়ে তাকে দিয়ে জাকারিয়া মোহাম্মদ মাসুমকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পুলিশ জানায়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন জানান, পুলিশ হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা করছে।
Leave a Reply