নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার ও ব্যস্ততম ব্যবসাকেন্দ্র মহাজনপট্টি এলাকার মূল সড়কে ক্রসিং ডিভাইডার অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদ সহ বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী বৃহস্পতিবার সকালে মহানগরীর বন্দর পয়েন্টে এ কর্মসূচি পালন করেন।
এ সময় অভিযোগ করা হয়, বন্দরবাজার, মহাজনপট্টি, কালিঘাট ও লালদিঘির পাড় এলাকায় মূল সড়কে বেশ কয়েকটি ক্রসিং ডিভাইডার বসিয়ে সিলেট সিটি কর্পোরেশন লোক ও যান চলাচল বন্ধ করে দিয়েছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকছেনা। ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীনও হচ্ছেন।
সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান দাবির সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন। আরো বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি দেলোয়ার হোসেন ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউ হক জিয়া।
মানববন্ধনে ঘোষণা করা হয়, ৭ দিনের মধ্যে ক্রসিং ডিভাইডার অপসারণ না করলে এলাকাবাসী ও ব্যবসায়ীরাই তা অপসারণ করবেন।
Leave a Reply