নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে এবার কোরবানির পশুর অবৈধ হাট বসতে দেয়া হবেনা। বৈধ ইজারাদারদের সাথে মহানগর পুলিশের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহানগরীর কুমারপাড়ায় মহানগর পুলিশ সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এতে অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন, উপ কমিশনার বাসুদেব বণিক ও ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও মহানগরীর কোরবানির হাটের বৈধ ইজারাদাররা বক্তব্য রাখেন।
বৈঠকে বলা হয়, প্রতিবছর মহানগরীর যেখানে সেখানে কোরবানির পশুর হাট বসার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে নগরবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।
তবে এবার কোনভাবেই কোরবানির পশুর অবৈধ হাট বসতে দেয়া হবেনা বলে পুলিশ প্রশাসন জানিয়ে দিয়েছে।
সিলেট মহানগরীতে পশুর বৈধ হাট রয়েছে ১২টি; কিন্তু কোরবানির ঈদের ঠিক আগে আগে প্রতিবছর রাজনৈতিক ছত্রছায়ায় কিছু প্রভাবশালী রাস্তায় পশুর অবৈধ হাট বসিয়ে দেন। এখানেই শেষ নয়, দেশের বিভিন্ন স্থান থেকে আসা গরুভর্তি ট্রাক ছিনতাই করে অবৈধ হাটগুলোতে নিয়ে যাওয়া হয়। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন।
তবে এবার তা হবেনা বলে মহানগর পুলিশ কমিশনার নিশ্চয়তা দেন। এ জন্যে কড়া নিরপত্তার ব্যবস্থা থাকবে বলেও জানান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
Leave a Reply