সিলেট মহানগরীর ফুটপাত দখল করে ব্যবসা বন্ধে সিলেট সিটি করপোরেশন আবারো উচ্ছেদ অভিযান শুরু করেছে।
সোমবার দুপুরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
এ সময় মহানগরীর কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার ও চৌহাট্টা সড়কে থাকা শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। জব্দ করা হয় বেশ কয়েকটি হাতাগাড়ি। পরে জব্দকৃত হাতাগাড়ি ও আসবাবপত্র বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
অভিযান শেষে সাংবাদিকদেরকে মেয়র বলেন, যারা নগরবাসীর সুখ-শান্তি চায় না, তারাই ফুটপাত দখল করে হকারদের ব্যবসা-বাণিজ্য করতে প্রশ্রয় দেয়।
Leave a Reply