নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী, সিলেট-১ আসনের সংসদ সদস্য ড এ কে আব্দুল মোমেন সিলেট মহানগরীকে বন্যা মুক্ত রাখতে বেড়িবাঁধ প্রকল্প গ্রহণ করতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে তাগিদ দিয়েছেন।
রবিবার বিকেলে সিলেট মহানগরীর উপকণ্ঠে বড়শালা এলাকায় একটি পাঁচতারকা হোটেলে ‘সিলেট জেলার অন্তর্গত সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলায় সুরমা নদীর উত্তরপারের ভাঙন থেকে দশগ্রাম, মাহতাবপুর এবং রাজাপুর পরগনা বাজার এলাকা রক্ষার সম্ভাব্যতা সমীক্ষার উপর মতবিনিময় সভা’য় তিনি ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, সুরমা নদীর পানি যাতে মহানগরীতে ঢুকতে না পারে আবার প্রয়োজনে যাতে সহজেই বের করে দেওয়া যায় সেজন্যে প্রতিটি ছড়া, খাল ও জল্লার মুখে স্লুইস গেট বসাতে হবে। অতিবৃষ্টিতে ভেতরে জমে যাওয়া পানি তাৎক্ষণিক সেচের মাধ্যমে বের করে দেওয়ার জন্যে বসাতে হবে প্রয়োজনীয় সংখ্যক পাম্প হাউস। এছাড়া ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বন্যার ছোঁবল থেকে রক্ষার উপায় বের করতে হবে।
তিনি সুরমা ও কুশিয়ারা নদী খনন বিশেষ করে সিলেট মহানগরীর কুশিঘাট থেকে টুকেরবাজার পর্যন্ত সুরমা নদীর ভাঙন রোধ ও খননকাজ আসন্ন শীত মৌসুমে শেষ করার উপর গুরুত্ব আরোপ করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) ড জিয়াউদ্দিন বেগ পিইজ ও অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) মো মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন প্রধান প্রকৌশলী (পুর, উত্তর-পূর্বাঞ্চল) এস এম শহিদুল ইসলাম। সমীক্ষা প্রকল্পের উপর প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ। এছাড়াও মুক্ত আলোচনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড জহির বিন আলম, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী ও হুমায়ুন রশীদ চৌধুরী সহ এলাকার জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকরা অংশ নেন।
Leave a Reply