নিজস্ব প্রতিবেদক : সিলেট মডেল স্কুল এন্ড কলেজকে সরকারি করায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে এ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার দুপুরে সিলেট মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড এস এম ওয়াহিদুজ্জামান, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, নির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
Leave a Reply