বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন আয়োজিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিশুর জন্যে মাতৃদুগ্ধের বিকল্প নেই। তাই শিশুকে নির্দিষ্ট সময় পর্যন্ত বুকের দুধ পান করাতে সচেতনতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণ অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জাতীয় পু্ষ্টি সংস্থার সহযোগিতায় রবিবার মহানগরীর মানিকপীর রোডে লায়ন্স শিশু হাসপাতাল মিলনায়তনে ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৮ জন ডাক্তার ও ১২ জন নার্স অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লায়ন শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন জহির বখত। প্রধান অতিথি ছিলেন, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ডা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, লায়ন্স শিশু হাসপাতালের কোষাধ্যক্ষ সিলটিভির চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী ও লায়ন ডা মোস্তফা শাহজামান চৌধুরী। পরিচালনায় ছিলেন, লায়ন শিশু হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন মাহবুবুল হক।
পরে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
Leave a Reply